ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ঝর্ণা বেগম

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ০৪:০৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর মাধ্যমে গ্রাহককে আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। ঈদ উৎসবে ওয়ালটনের বিভিন্ন পণ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ কোটি টাকার পণ্য উপহার দেওয়া হচ্ছে ক্রেতাদের। এরমধ্যে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন নোয়াখালীর সেনবাগের ঝর্ণা বেগম। 

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) বিকেলে সেবারহাট শের ই-বাংলা উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ঝর্ণা বেগমের হাতে চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক ইমন। এর আগে গত ২৫ মার্চ সেনবাগ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র সেবারহাট উত্তর বাজারের ঢাকা ইলেকট্রনিক্স থেকে ৩২ হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনে বিশাল অংকের এই অর্থ পেলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের মার্সেল হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুজ্জামান শামিম, স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান, সেবারহাট বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আনোয়ারুল হক আনু, ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও কাজী জহিরুল ইসলাম মাসুদ, ঢাকা ইলেকট্রনিক্স এর মালিক রাজিব চন্দ্র দাস সহ স্থানীয় গন্যমান্য অতিথী বৃন্দ। ঝর্ণা বেগম সেনবাগে পার্শ্ববর্তী ফেনীর দাগনভূঞা উপজেলা প্রতাপপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ীর আবুল কালামের স্ত্রী। এক ছেলে ২ মেয়ে নিয়ে তাদের সংসার।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |